• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

প্রকাশিত: ১৫:৪৩, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৪৩, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। আগামী ৬ মাসের জন্য এ দায়িত্ব তাদের দেওয়া হলেও পরে তা বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন।

বুধবার (২ জুলাই) সকালে সচিবালয়ে এ বিষয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। নৌপরিবহন উপদেষ্টা জানান, এনসিটি পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হলেও বন্দরে কাজ করা কারে চাকরি যাবে না। সেখানে যে পদে যিনি কাজ করছিলেন তাই করবেন। আগামী ছয় মাস পর এনসিটির দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে। 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চট্টগ্রাম পোর্ট পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে অনেকের নানারকম সন্দেহ থাকতে পারে। তবে, সরকার দেশের ক্ষতি করে কিছু করবে না। কারণ অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি। 

চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে বরখাস্ত করা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, এটা এনবিআরের নিজস্ব বিষয়। আন্দোলনের নামে কাজ বন্ধ রেখে পুরো দেশকে জিম্মি করার বিষয় কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2