‘সম্পদের সুষম বণ্টন করা গেলে অর্থনৈতিক উত্তরণ সম্ভব’

অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে অর্থনীতিতে ভালো অনুশীলন বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এ কাজে পেশাদার হিসাববিদরা মূল ভূমিকা পালন করতে পারেন।
শুক্রবার (১৮ জুলাই) ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএমএবি এর আয়োজনে সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের আর্ন্তজাতিক সম্মেলন উদ্বোধন করে তিনি একথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সম্পদের সুষম বণ্টন করা গেলে উত্তরণ সম্ভব। না হলে চোরতন্ত্র তৈরি হবে।
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে অর্থনৈতিক পরিসংখ্যান কারসাজি করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসাকে সামনে রেখে মানিলন্ডারিং করা হয়েছে। বর্তমান সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
সার্কভুক্ত দেশগুলোর প্রায় ছয় শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, পলিসি-মেকার, কর্পোরেট-লিডার ও ব্যবসায়ী নেতা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
পরে সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: