এখন রক্ত লাগবে না, হাসপাতালে ভিড় না করার আর্জি বার্ন ইনস্টিটিউটের

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত শিক্ষার্থীদের রক্ত দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে ভীড় করছেন অসংখ্য মানুষ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখন তাদের কোনো রক্তের প্রয়োজন নেই। বরং চিকিৎসার পরিবর্তে রক্ত দিতে আসা মানুষকে সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের। তাই এই মুহূর্তে কাউকে রক্ত দিতে না আসার আহ্বান জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় ডা. মারুফুল ইসলাম বলেন, ‘আজ রক্তের কোন প্রয়োজন নেই। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। অগ্নিদগ্ধদের প্রথম ২৪ ঘণ্টায় আমরা রক্ত দেই না। যারা রক্ত দিতে চান আগামীকাল সকাল ৮টায় আসুন। আগামীকাল আমাদের ৩০-৩৫ ব্যাগ রক্ত লাগতে পারে। এখন ভীড় কম করে আমাদের সাহায্য করুন।’
রক্ত দিতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের চাপে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আপনারা যত বেশী আসবেন, সংক্রমণ ঝুঁকি তত বেশী বাড়বে। বাচ্চাদেরকে ভালবাসার কারনেই দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া হাসপাতালে আসবেন না।
বিভি/কেএস/এজেড
মন্তব্য করুন: