গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির

ছবি: সংগৃহীত
ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুর জেলায় ১টি আসন বৃদ্ধি এবং বাগেরহাট জেলায় ১টি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। নির্বাচন কমিশন এই সুপারিশের খসড়া অনুমোদন দিয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেছেন, এই দুই জেলায় আসন বাড়ানো ও কমানোর বিষয়টি আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) গেজেট আকারে প্রকাশ করা হবে।
এ নির্বাচন কমিশনার আরও বলেন, ৪২টি আসনের আবেদনের প্রেক্ষিতে ছোট-বড় সংশোধনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে ৩৯টি আসনের সীমানা পুননির্ধারণের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ১০ আগস্টের পর দাবি, আপত্তি গ্রহণের ওপর শুনানি হবে। এরপর বিষয়টি চূড়ান্ত করবে কমিশন।
সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, তিনশত আসনে গড়ে ৪ লক্ষ ২০ হাজার ভোটার রয়েছে। আইন অনুযায়ী সব আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় তুলে ধরে আগের সীমানা যাচাই-বাছাই করা হয়েছে। তবে ১ টি, ২টি ও ৩টি আসন বিশিষ্ট জেলাগুলোকে রাখা হয়নি। সবচেয়ে বেশি ভোটারের জেলা গাজীপুরে ১টি আসন বৃদ্ধি ও সবচেয়ে কম আসনের জেলা বাগেরহাটে ১টি আসন কমানোর সিদ্ধান্ত হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: