• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রতিবেশী যেকোন দেশের চেয়ে আমাদের দেশে চালের দাম কম: খাদ্য উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:১৬, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রতিবেশী যেকোন দেশের চেয়ে আমাদের দেশে চালের দাম কম: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতিবেশী যেকোন দেশের তুলনায় আমাদের দেশে খুচরা পর্যায়ে চালের দাম তুলনামূলকভাবে কম আছে। আমাদের সরকার সার, বীজ, কিটনাশকসহ পানি, বিদ্যুৎ এসব মিলিয়ে প্রতি কেজি চাল উৎপাদনে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে। আমরা চাই ভোক্তারা বিশেষ করে নিম্নভিক্ত শ্রেণীর দরিদ্র ভোক্তারা যাতে আরো কম মূল্যে পায় সেজন্য এই জাতীয় প্রোগ্রাম।

সোমবার(১১ আগষ্ট) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি যেটা আছে সেটা চলবে। আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই চার মাস চলবে। আবার ডিসেম্বর জানুয়ারি বন্ধ থাকবে ফসলের মৌসুম। ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস নিয়ে ছয় মাস চলবে এই কর্মসূচি। খাদ্যবান্ধব কর্মসূচিতে বছরে লাগবে ১০ লাখ মেট্রিকটন চাল। সারা দেশে খাদ্যের ঘাটতি নেই।

এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুনসহ উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2