• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে উপদেষ্টাদেরও ছাড় দেয়া হবে না’ 

প্রকাশিত: ২১:০৯, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে উপদেষ্টাদেরও ছাড় দেয়া হবে না’ 

দুর্নীতি দমন কমিশন- দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, এ সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না। যার বিরুদ্ধেই অভিযোগ হোক, এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদেরও ছাড় দেয়া হবে না।  

সোমবার (১১ আগস্ট) দুপুরে জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমীতে দুদকের গণশুনানি শেষে তিনি এসব কথা বলেন। 

সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন উল্লেখ করে বলেন, এর পেছনের মূল কারণ দুর্নীতি। দুদকের সব কর্মকর্তা-কর্মচারীর বিষয়েও খোঁজ নেয়া দরকার বলে জানান দুদক চেয়ারম্যান আবদুল মোমেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2