• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচন বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে: ডা. জাহিদ

প্রকাশিত: ১৬:৪৪, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে। এতে শহীদদের প্রতি সুবিচার করা হবে কি না-এমন প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ডা. জাহিদ বলেন, আজকে যারা সংস্কারের কথা বলেন, তাদের বোঝা উচিত এগুলো বিএনপিই শুরু করেছে, তাদের এই প্র্যাকটিস আছে। এখন যারা সংস্কারের কথা বলেন, তারা কোনদিন এসব করে নাই।

তিনি বলেন, বিএনপি সুশাসনে বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান পেপারের মতো ব্যবহার করেছে। জনগণের প্রতি কোন দায়বদ্ধতা কাজ করেনি তাদের।

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, কেউ জোরজবরদস্তি করতে গেলে মানুষ মনে করবে তারা উগ্রপন্থা অনুসরণ করছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশা এই বিএনপি নেতার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2