৮ বছরে ১ জন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার

ছবি: সংগৃহীত
রোহিঙ্গা ঢলের আট বছর হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং চীন-ভারতের কর্পোরেট স্বার্থের কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে প্রত্যাশা তাদের।
মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা। গত আট বছরে এ সঙ্কটের সমাধান তো হয়ইনি উল্টো নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে আরও রোহিঙ্গাদের। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন গোটা বাংলাদেশের জন্য বোঝা। পতিত সরকারের সঠিক কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতার অভাবে রোহিঙ্গা সমস্যা জটিলতর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের।
প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতিসহ সকল খাতে। এ কারণে দ্রুত রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান চান বিশ্লেষকরা।
বিভি/এআই
মন্তব্য করুন: