• NEWS PORTAL

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১২:১৪, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১২:১৫, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রোহিঙ্গাদের নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের একার পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়, এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে। 

সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাবনা দেন ড. ইউনূস।

সম্মেলনে অংশ নিয়েছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

‘স্টেকহোল্ডারস ডায়ালগ, টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে এ সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের ভেতর আস্থা গড়ে তোলার উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত এবং টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশলের পাঁচটি থিম্যাটিক অধিবেশনকে কেন্দ্র করে হচ্ছে এবারের সম্মেলন।

বিভি/এআই

মন্তব্য করুন: