প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ ৩ রাজনৈতিক দলের বৈঠক আজ

বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আজ (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, রবিবার বেলা তিনটার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। বিকালে সাড়ে চারটায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ছয়টায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্রই ভোট আটকাতে পারবে না।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: