• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সংস্কারের দায়িত্ব সরকারের একার নয়: আলী রীয়াজ

প্রকাশিত: ১৫:৪৩, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সংস্কারের দায়িত্ব সরকারের একার নয়: আলী রীয়াজ

সংস্কারের দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। এ বিষয়ে সব পক্ষকে চাপ প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রবিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিজেসির সেমিনারে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, গণমাধ্যম আর দোকানদার এক বিষয় নয়। চতুর্থ স্তম্ভ হতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে। অধিকাংশ মিডিয়া মালিক অন্যের স্বার্থ সুরক্ষায় কাজ করেন এমন মন্তব্য তার।

সেমিনারে অন্য আলোচকরা বলেন, প্রেস কাউন্সিল কাগুজে বাঘ। কর্তৃত্ব খর্ব হওয়ার ভয়ে সরকার গণমাধ্যম কমিশন করছে না। গণমাধ্যম সংস্কারে দেওয়া ভাল সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। বিগত সরকার স্বৈরাচার হওয়ার পেছনে কিছু সাংবাদিকের দায় আছে বলেও মনে করেন আলোচকরা।

এ বিষয়ে ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে হলে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুম-খুনের মতো অপকর্ম বন্ধে প্রতিশ্রুতি আদায় করতে হবে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2