যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের সঙ্গে নেই: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অ্যাম্বাসেডোর ট্রেসি জেকবসন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের সঙ্গে নেই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণই নির্বাচিত প্রতিনিধি বেছে নেবে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাছির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জেকবসন।
তিনি আরও বলেন, অ্যামেরিকা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, তাই আশা করে।
ট্রেসি জেকবসনসহ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মো ও পলেটিকাল স্পেশালিষ্ট মিষ্টার ফিরোজ আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: