• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নুরের ওপর হামলা; সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে বললেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৯:২৭, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩১, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নুরের ওপর হামলা; সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে বললেন নাহিদ ইসলাম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ বলেছে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। এ ঘটনায় আইএসপিআর এর দেওয়া বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজকতা তৈরির পাঁয়তারা চলছে। জুলাই সনদে গত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনের দোসর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প বাস্তবায়ন হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

এনসিপি আহবায়ক বলেন, যারাই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদেরকে মোকাবিলা করবে এদেশের জনগণ।

নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী ভুলের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নির্বাচন, সংস্কার ও নতুন সংবিধান- সবই করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2