• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৯:৫১, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মত জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিংসহ জনবল নিয়োগের কাজও চলমান আছে বলে জানান তিনি।

জাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পাসপোর্ট অফিসে আগের মতো হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া একদিনেই পাসপোর্ট পাওয়া সম্ভব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: