টিউলিপের বাংলাদেশের নাগরিকত্ব না থাকার দাবি মিথ্যা প্রমাণিত

ছবি: সংগৃহীত
বাংলাদেশের নাগরিকত্ব নেই বলে যে দাবি করেছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, যুক্তরাজ্য ও বাংলাদেশের দু’টি গণমাধ্যমের তদন্ত প্রতিবেদনে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন বাংলাদেশের নাগরিক নন তিনি।
এনিয়ে ব্যাপক শোরগোলের জেরে ব্রিটিশ দৈনিক দ্য টাইম ও বাংলাদেশের বহুল প্রচারিত একটি সংবাদপত্র যৌথ তদন্ত শুরু করে।
বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দফতরে যাচাই করলে এবিষয়ে মিথ্যাচার স্পষ্ট হয়ে যায়। নথিপত্রে দেখা গেছে, ব্রিটিশ এমপি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হয়েছে ২০১১ সালে। এতে তিনি ঢাকায় ধানমন্ডি পাঁচ নম্বর সড়কে নিজের খালা শেখ হাসিনার সুধা সদনের ঠিকানা ব্যবহার করেছেন। এনআইডিতে টিউলিপ পেশার স্থলে উল্লেখ করা আছে বেসরকারি চাকরি আর জন্মস্থান ঢাকা। ২০১১ সালে আবেদনের প্রেক্ষিতে তার নামে দ্বিতীয়বার পাসপোর্ট ইস্যু করা হয়।
গত ১২ আগস্ট যুক্তরাজ্যের পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসে টিউলিপের আইনি পরামর্শক স্টিফেনসন হারউডের মুখপাত্র বলেছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি। এমনকি শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি।
বিভি/এআই
মন্তব্য করুন: