• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গ্রেফতার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচার করা মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন শিল্পগ্রুপের দুই কর্মকর্তা মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাতে তাদের মহানগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলার কথা জানান দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদক কর্মকর্তা সুবেল আহমেদ জানান, গ্রেফতার দুইজন হলেন- আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুল আজিজ ও উৎপল পাল। আব্দুল আজিজ মামলাটির এজাহারভুক্ত আসামি। আর দুদকের তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় আরামিটের এজিএম উৎপলকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী, ভাই-বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা আরামিটের কর্মকর্তাদের নামে পাঁচটি নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের নামে গম, ছোলা, হলুদ ও মটর আমদানির জন্য ১৮০ দিনের মধ্যে ফেরতযোগ্য ‘টাইম লোন’ আবেদন করেন। নিজ পরিবারের মালিকানায় থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে- ইউসিবিএল’এ আবেদন করা হয়। ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ মঞ্জুর হওয়ার পর সেই টাকা একই ব্যাংকে বাকি চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্ট নম্বরে বিভিন্ন অঙ্কে স্থানান্তর করা হয়। পরে সেই টাকা পাচার করা হয়।

গ্রেফতার আব্দুল আজিজের নামে ইম্পেরিয়াল ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিল। ইউসিবিএল ব্যাংক থেকে আত্মসাৎ করা টাকার কিছু অংশ সেই প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল।

দুদক বলছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মন্ত্রী থাকার সময় ২০১৯-২০ সালে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের এই ঘটনা ঘটে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: