‘অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব’

কুমিল্লার প্রতিটি মানুষ কুমিল্লা নামেই বিভাগ চায়। সরকারকে উপলব্ধি করাতে হবে যে কুমিল্লার মানুষেরা আর ধৈর্য ধরতে রাজি নয়। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলার তিনটি নাগরিক প্লাটফর্ম আয়োজিত সমাবেশে এ কথা বলেছেন বক্তারা।
সমাবেশে দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে ক্ষমতায় যেতে পারলে দ্রুতগতিতে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করবে তার দল।’
বিভি/টিটি
মন্তব্য করুন: