ঋতুপর্ণার মায়ের ক্যান্সার চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদান হস্তান্তর

জাতীয় নারী ফুটবলার ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বাসিন্দা ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক কার্যালয়ে সোমবার (২২সেপ্টেম্বর) বিকেলে ফুটবলার ঋতুপর্ণার বোন পাম্পী চাকমার হাতে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো: আতিকুর রহমান, এনডিসি এস এম মান্না, ঋতুপূর্ণার বড় বোন পাম্পী চাকমা, তার ভগ্নিপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “রাঙ্গামাটির কৃতি সন্তান ঋতুপর্ণা একজন কৃতি নারী ফুটবলার এবং আমাদের দেশের গর্ব। এই ঋতু দেশের জন্য সুনাম কুড়িয়ে যাচ্ছেন। তার মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। এই খবরটি জানতে পেরে আমরা শুরু থেকেই ঋতুপর্ণার পরিবারের পাশে ছিলাম। রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঋতুর মায়ের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেছি। পরে আমরা ঋতুর মায়ের চিকিৎসায় কোনো সমস্যা না হয়, এজন্য প্রধান উপদেষ্টা বরাবরে পত্র প্রেরণ করলে প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিল থেকে এই অর্থনৈতিক সহায়তা প্রদান করা হলো।”
চেক পেয়ে ঋতুর বোন পাম্পী চাকমা প্রধান উপদেষ্ঠাকে কৃতজ্ঞতা জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: