• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিকদের ওয়েজবোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ২০:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাংবাদিকদের ওয়েজবোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা

ছবি: মাহফুজ আলম

সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই ওয়েজবোর্ড এতোদিন বাস্তবায়ন হয়নি। এদিকে, যে কোন মূল্যে ওয়েজ বোর্ডের বাস্তবায়ন দাবি সাংবাদিক নেতদের।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তথ্য ভবনে এক আলোচনায় এসব তথ্য উঠে আসে।

সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড আর সুরক্ষা অধিকার আইন নিয়ে আলোচনা। দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়ন নিয়ে নিজ আগ্রহের কথা জানালেন তথ্য উপদেষ্টাও। জানান, যে ক'দিন সময় আছে এর মধ্যেই বিষয় দু'টি সমাধান করে যেতে চান। 

আলোচনায় সাংবাদিক নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিলেও ছিলেন না মালিক পক্ষের কোন প্রতিনিধি। সাংবাদিকদের বেতন, নিরাপত্তা, মামলা, জরিমানাসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। 

ওয়েজ বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি না থাকায় এনিয়ে তথ্য উপদেষ্টা প্রশ্ন তোলেন।  এক পর্যায়ে প্রশ্ন ওঠে ওয়েজ বোর্ড করবে কারা? সাংবাদিকরা আদৌ শ্রমিক কীনা কথা হয় তা নিয়েও।  

পরিকল্পনা, প্রস্তাবনা, পক্ষে-বিপক্ষে যুক্তি ও যুক্তি খন্ডনের জন্য তথ্য উপদেষ্টা ১০ দিন সময় বেধে দেন।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2