• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত, হবে ভোটের পর

প্রকাশিত: ২২:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত স্থগিত, হবে ভোটের পর

ফাইল ছবি

আগামী ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

উল্লেখ্য, এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2