• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক স্বাভাবিক হয়। এর আগে সোমবার ভোর ৪টার দিকে ৩টি বগি লাইনচ্যুত হয়।

 

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ভাঙ্গুড়া স্টেশনের পাশ্ববর্তী স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়ে। সোমবার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া এসব ট্রেন চলাচল শুরু হয়। পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে সোমবার ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2