প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে যাতে দুর্গাপুজা উৎসবমুখর না হয়, সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে। তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেও বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও থানার সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: