আগামী নির্বাচনে অংশ নিতে চায় নাগরিক ঐক্য
আগামী নির্বাচনে অংশ নিতে চায় নাগরিক ঐক্য। তবে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়। দুপুরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ভাবে কাজ করতে হবে।
নির্বাচন সুষ্ঠু না হলে দেশ গণতন্ত্রের সংকটে পড়বে বলেও মন্তব্য তার। নাগরিক ঐক্য নিবন্ধিত কোন রাজনৈতিক দল না হওয়ায় নির্বাচন কমিশনের সংলাপে আমন্ত্রণ পায়নি দলটি। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংসদ না ভেঙ্গে নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য হবেনা বলেও মনে করে দলটি।
মন্তব্য করুন: