• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নির্বাচন জুলাই সনদেরই অংশ: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত: ২১:১২, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন জুলাই সনদেরই অংশ: প্রধান উপদেষ্টা 

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন জুলাই সনদেরই অংশ। ভোট সুন্দর না হলে জুলাই সনদের মূল্য থাকবে না। তাই এই দুটি বিষয় যথাযথভাবে হতে হবে। জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশা করছি। 

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। শেষ পর্যন্ত এটা হবে অনেকেই চিন্তা করেনি। কিন্তু এটা সম্ভব হয়েছে। এ সময় দলগুলোকে অভিনন্দনও জানান প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, জুলাই সনদ ছাড়া অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় রচনা করা সম্ভব ছিলো না। আমরা মুখে সংস্কারের কথা বলছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রকৃতপক্ষে কী সংস্কার হবে তা দেখিয়ে দিয়েছে। 

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই। নির্বাচনকে উৎসবমুখর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে সরকার।

এই বৈঠকে বিএনপি, জামায়াত এনসিপি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2