• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

‘কোন অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি’ 

প্রকাশিত: ১৩:০১, ২২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘কোন অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি’ 

ছবি: প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে সিইসি

নির্বাচন কমিশন কোন অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না, সবাই আইন অনুযায়ী কাজ করবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি। এ সময় তিনি বলেন, সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে। কোন অন্যায়ের কাছে মাথানত করবে না। 

অন্যদিকে কমিশনার সানাউল্লাহ মিয়া বলেন, রাষ্ট্র ও জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মক্ত করা হবে ১৬ নভেম্বর। 

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ইউএনওদের কোন দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান। তিনি বলেন, দু’পক্ষের সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে ছাড়া হবে না, আদালতে পাঠানো হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2