• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

পতাকায় মোড়ানো কফিনে শেষবারের মতো সংসদ এলাকায় খালেদা জিয়া

প্রকাশিত: ১২:১০, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পতাকায় মোড়ানো কফিনে শেষবারের মতো সংসদ এলাকায় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবন এলাকায় নেওয়া হচ্ছে। সেখানে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে তার জানাজা নামাজ।

এর আগে বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2