• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশিত: ১৩:০২, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৩, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

শপথ নিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পড়ান। বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার মার্কিন দূতাবাস আনন্দ প্রকাশ করেছে। শনিবার (১০ জানুয়ারি) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানায়। 

এদিকে, বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলস কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে তিনি উন্মুখ হয়ে আছেন বলেও মন্তব্য করেন।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2