• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বাড়ীর হোল্ডিং ট্যাক্স খুব কম মন্তব্য করে অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি তা বাড়াতে বলবেন ঢাকার দুই মেয়রকে।

প্রকাশিত: ১৫:২৮, ১০ আগস্ট ২০১৭

আপডেট: ১৫:২৮, ১০ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
রাজধানীর বাড়ীর হোল্ডিং ট্যাক্স খুব কম মন্তব্য করে অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি তা বাড়াতে বলবেন ঢাকার দুই মেয়রকে।

দুপুরে রাজধানীর এক হোটেল 'বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা বিষয়ক' এক সেমিনারে আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বাজেট অর্থায়নে সিটি কর্পোরেশনের ভূমিকা খুব কম। তাই সিটি কর্পোরেশন থেকে রাজস্ব বাড়াতে হবে। তিনি আরো বলেন, নিদির্ষ্ট সময়ের মধ্যে দেশকে মধ্যম ও পরবর্তিতে উচ্চ আয়ের দেশে উন্নীত করার টার্গেট নিয়েছে সরকার। কিন্তু সরকার এখন বেশি গুরুত্ব দিচ্ছে দেশ থেকে দরিদ্রতা কমাতে। কারণ দেশ থেকে দরিদ্র মানুষের সংখ্যা কমাতে না পারলে, টেকসই উন্নয়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাজেটে পাঁচ শতাংশ ঘাটতি বেশি নয়। আগামী বাজেটেও পাঁচ শতাংশ ঘাটতি থাকবে।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2