• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

কোরবানির পর রক্তের গন্ধ দূর করবেন যেভাবে

প্রকাশিত: ১৬:০৫, ২১ জুলাই ২০২১

আপডেট: ১৬:১১, ২১ জুলাই ২০২১

ফন্ট সাইজ
কোরবানির পর রক্তের গন্ধ দূর করবেন যেভাবে

কোরবানির মাংস কাটাকাটি বা বাটোয়ারার সময় ঘরের বিভিন্ন আসবাব পত্র এবং মেঝেতে রক্তের দাগ লেগে ঘরে গন্ধের সৃষ্টি হয়। এই গন্ধ হয়ে ওঠে অস্বস্তির কারণ।

ঘর থেকে গন্ধ দূর করতে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন:

১. ঘর থেকে মাংসের গন্ধ দূর করতে মেঝেতে বড় প্লাস্টিকের ক্লথ বিছিয়ে নিতে পারেন। তাহলে বাটোয়ারা শেষ হলে প্লাস্টিক ক্লথটি ফেলে দিলে ঝামেলা শেষ।

২. ফ্রিজে মাংস রাখার সময় ফ্রিজের গায়ে মাংসের রক্ত লেগে থাকে ফলে গন্ধ হয়। মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ হালকা ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে পরিষ্কার করে নিতে পারেন।

৩. মাংস কাটাকাটি বা বাটোয়ারাতে যেসব পাত্র ব্যবহার করা হয়েছে সেসব পাত্র দ্রুত পরিষ্কার করুন।

৪. হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে।

৫. ঘরে মাংসের জমে থাকা গন্ধ দূর করতে ঘরের সব জানালা ও দরজা খুলে রাখুন। ঘরে এয়ার ফ্রেশনার ও স্প্রে ব্যবহার করতে পারেন।

বিভি/এসআই/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2