• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ম্যাচের ১৮ হাজার টিকিট ১ ঘণ্টায় শেষ!

প্রকাশিত: ১৭:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের ম্যাচের ১৮ হাজার টিকিট ১ ঘণ্টায় শেষ!

ফুটবলের নতুন জাগরণের আরও একটি নজির গড়লো বাংলাদেশের ভক্তরা।  বাংলাদেশ ও হংকং ম্যাচের ১৮ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। শুরুর পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট।

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচটি। বাফুফের কম্পিটিশন কমিটি ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট রোববার বিক্রি শুরু করে।

ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরী, ইতালিয়ান লিগে খেলা ফাহামিদুল হক ও কানাডা প্রবাসী শামিত সোম লাল-সবুজের জার্সিতে খেলার পর থেকে ফুটবল নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2