ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনসহ তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনসহ তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ।
ভোরে মৌড়াইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা হয়। রেল কর্মকর্তারা জানান, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ শোয়েব হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে ছেড়ে যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন। পরে অন্য ইঞ্জিন দিয়ে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তূর্ণা।
মন্তব্য করুন: