• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডিআইজি প্রিজন পার্থ গ্রেফতার, বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ

প্রকাশিত: ২১:৪৩, ২৮ জুলাই ২০১৯

আপডেট: ২১:৪৩, ২৮ জুলাই ২০১৯

ফন্ট সাইজ
ডিআইজি প্রিজন পার্থ গ্রেফতার, বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ

সিলেটের কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন । একই সঙ্গে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তাঁর বাসায় অভিযান চালায় দুদক। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে সকালে দুদক কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন পার্থ গোপাল বণিক। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের নিয়ে অভিযানে যায় দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল। ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় বিকেলে এ অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। দুদক কর্মকর্তাদের ধারণা, এই অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2