নিজের মতো করেই এগিয়ে চলছেন নাট্য নির্মাতা আরিফুর রহমান নিয়াজ
লাখ লাখ ফ্যান-ফলোয়ার নেই, নেই কোটি কোটি ভিউয়ের জোয়ার। আছে শুধু দর্শক প্রিয়তা। দর্শকদের সেই ভালোবাসাকে পুঁজি করেই আপন মনে কাজ করছেন তরুণ নাট্যকার, নির্মাতা ও অভিনেতা আরিফুর রহমান নিয়াজ।
কিছুদিন আগে নিয়াজের রচিত ও পরিচালিত নাটক "তালাক তালুকদার" নিয়ে বেশ আলোচনা হয়। নাটকটি ইউটিউবে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়। জুয়েল হাসান পরিচালিত ও আরিফুর রহমান নিয়াজ রচিত "ঝাপসা" নামে আরেকটি নাটক ৪ মিলিয়ন ভিউস হয়েছে ইউটিউবে। এ নিয়েও ভালোলাগা থাকলেও বিশেষ উচ্ছ্বাস-উদযাপন নেই নিয়াজের মধ্যে।
তার মতে, ভালো কাজ দর্শকপ্রিয়তা পাবে, বেশি ভিউ হবে এইটাই স্বাভাবিক।
সাধারণত কমেডির ছলে দর্শকদের ম্যাসেজ দিতে পছন্দ করেন আরিফুর রহমান নিয়াজ। গল্প ও নামের ভিন্নতা দিয়ে ইতিমধ্যে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন তিনি। যার প্রমাণ মিলে ইউটিউবে তাঁর রচিত ও পরিচালিত 'ফেসবুক সেলেব্রিটি', 'আমার বৌয়ের বিয়ে', 'কুফা মতিন', 'ক্লিকবাজ', 'তালাক তালুকদার', 'ভাই খুব ঝামেলায় আছেন', 'হোম ডেলিভারি'সহ অন্য নাটকগুলোর দর্শকপ্রিয়তা দেখলে। টেলিভিশনেও নাটকগুলোর বেশ সাড়া মিলেছে।
রোমান্টিক কাজগুলোর মধ্যে ২০১৮ সালে প্রচারিত তৌসিফ ও তানজিন তিশা জুটি অভিনিত 'নিঃশব্দে তুমি' দিয়ে বেশ আলোচনায় আসেন তরুণ এই নির্মাতা। 'আমি রোমান্টিকতায় কাঁচা, তাই রোমান্টিক কাজ কম করি' নিজের সম্পর্কে এমনটাই অভিমত নিয়াজের। ERROR-নামের আরও একটি রোমান্টিক ভিন্নধর্মী গল্পের নাটক ইতিমধ্যে রচনা ও নির্মাণ করেছেন তিনি। সজল ও অর্শা অভিনিত নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে এবং প্রচারের পরপরই ইউটিউবে আপলোড করা হবে।
[media type="image" fid="137937" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]
নিজের লেখা নাটকগুলোর মধ্যে এখনও প্রচারের অপেক্ষায় আছে তমাল মাহবুব পরিচালিত 'সেকেন্ড হ্যান্ড সাইফুল', কামরুল হাসান ফুয়াদ পরিচালিত 'হাই টেম্পার ভাড়াটিয়া'সহ বেশ কিছু নাটক। খুব শীঘ্রই নাগরিক টিভিতে প্রচার হবে আরিফুর রহমান নিয়াজের 'দুই নাম্বার', 'বাজেড কম', 'দুই বৌয়ের প্যারা', 'ফেসবুক ফ্যামিলি'সহ বেশ কিছু নাটক।
নিয়াজের শৈশব কেটেছে রংপুরে। কৈশর থেকে থিয়েটারের সংগে জড়িত ছিলেন। রংপুর সারথি নাট্য সম্প্রদায় ও পরবর্তীতে রংপুর উদীচীতে নাট্যকর্মী হিসেবে কাজের মাধ্যমে মিডিয়ার প্রতি আগ্রহ জন্মায়। ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াকালীন আজহারুল আলম বাবু (বাবু মামা), সালাউদ্দিন লাভলু, চন্দন চৌধুরী, সাহেল সুমনসহ বিভিন্ন গুণী পরিচালকদের সহকারী হিসেবে কাজের মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু। দীর্ঘ ৭ বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর বিগত ৫ বছর নিয়মিত নাটক নির্মাণে নামেন তিনি।
পেশায় ইঞ্জিনিয়ার এই নির্মাতা নিজেকে নাটকের মানুষ বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন। ভবিষ্যতে আরো ভালো কাজ করে দর্শক হৃদয়ে পাকাপোক্ত স্থান করে নিতে চান তরুণ নাট্যকার, নির্মাতা ও অভিনেতা আরিফুর রহমান নিয়াজ।
বিভি/এমএস
মন্তব্য করুন: