বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, সীমান্তে পতাকা বৈঠক

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সুলতানপুর সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্র পতাকা বৈঠকের এসব তথ্যের বিষয় নিশ্চিত করেছে।
বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং বিএসএফের পক্ষে সীমানগর ৩২ ব্যাটালিয়নের কমাড্যান্ট সুজিত কুমার উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বাংলাদেশি চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে গেদে হালদার পাড়ায় আসে। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করলে তারা বিএসএফকে আক্রমণ করে। এ সময় বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালায়। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। পুলিশি কার্যক্রম শেষে শিগগিরই মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানায় বিএসএফ।
প্রসঙ্গত, গত বুধবার (২ জুলাই) দুপুরের দিকে সুলতানপুর সীমান্তের ৭৯ মেইন পিলারের কাছে গুলি চালায় বিএসএফ। এতে বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবু (৩২) নিহত হয়। বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।
নিহত ইব্রাহিম বাবু চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মাদরাসা পাড়ার নুর ইসলামের ছেলে। তিনি সীমান্তবর্তী মাঠে ঘাস কাটতে গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: