• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শামস তামান্নার ভালোবাসার গান, আম পাতা জোড়া জোড়া আলোচিত

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৪:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২১

ফন্ট সাইজ
শামস তামান্নার ভালোবাসার গান, আম পাতা জোড়া জোড়া আলোচিত

আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া...। শৈশবে এই ছড়াটি পড়েননি, পড়লে সেটির প্রেমে পড়েননি- বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া ভার।

জনপ্রিয় এই ছড়াটির রেশ ধরে এবার তৈরি হয়েছে বিশেষ একটি গান। গানটির নাম ‘সূর্যকন্যা’। এটির কন্ঠ দিয়েছেন শামস তামান্না। ছড়াটি থেকে গানের ব্রিজ লাইন নিয়ে বাকি অংশ লিখেছেন আবু ইমরান এবং সুর-সংগীতও তার নিজের।

আর গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। গানচিত্রটি ভালোবাসা দিবসকে লক্ষ্য করে নেটে মুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারি।

শিল্পী শামস তামান্না বাংলাভিশন অনলাইনের সাথে আলাপচারিতায় তিনি জানান, 'গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার।’ আশা করছি আমার ভক্তদের গানটি ভালো লাগবে এরই মধ্যে আমরা এই গানটি নিয়ে প্রচুর সাড়াও পাচ্ছি।'

শামস তামান্নার এটি তৃতীয় গান। এর আগে তিনি প্রশংসিত হন ‘জালালী, গান নিয়ে।

বিভি/টিভিএইচ/এনজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2