• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

শিক্ষা খাতে আর্থিক সহায়তাকে বিনিয়োগ মনে করে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৪:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ফন্ট সাইজ
শিক্ষা খাতে আর্থিক সহায়তাকে বিনিয়োগ মনে করে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। সেজন্য শিক্ষা খাতে নানাভাবে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এসব অর্থকে খরচ মনে করে না সরকার; বিনিয়োগ হিসেবে দেখে।

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য ৮৭ কোটি সাড়ে ৫২ লাখ টাকা বৃত্তি প্রদানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব টাকা সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে চলে যাবে। প্রধানমন্ত্রী জানান, শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছে আওয়ামী লীগ সরকার। প্রযুক্তি ও কর্মমূখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। দেশে যে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেখানে অসংখ্য দক্ষ কর্মীর প্রয়োজন হবে। সে লক্ষ্যে কর্মমুখী শিক্ষায় জোর দেয়া হচ্ছে। শেখ হাসিনা জানান, এলাকার চাহিদা বিবেচনা করে প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকারের নানা উদ্যোগের চিত্র তুলে ধরে এ ক্ষেত্রে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে করোনার টিকা দেয়া হবে।

বিভি/এমএইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2