• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শিল্পপতি আবদুল মোনেম-এর বর্ণাঢ্য কর্মময় জীবন

প্রকাশিত: ১৪:২৫, ১ জুন ২০২১

আপডেট: ২১:১৮, ১ জুন ২০২১

ফন্ট সাইজ
শিল্পপতি আবদুল মোনেম-এর বর্ণাঢ্য কর্মময় জীবন

আবদুল মোনেম লিমিটেড-এর প্রতিষ্ঠাতা আবদুল মোনেম বাংলাদেশের নির্মাণ শিল্পের পথিকৃৎ। সফল ব্যবসায়ী, শিল্পপতি আবদুল মোনেম-এর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ৩১ মে বর্ণাঢ্য কর্মময় জীবন পেছনে ফেলে পরপারে পাড়ি জমান তিনি।

আবদুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ্বর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে এবং তিন কন্যা সন্তানের জনক। তাঁর বড় ছেলে মঈনউদ্দিন মোনেম এবং ছোট ছেলে মহিউদ্দিন মোনেম আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

পঞ্চাশের দশকের শুরুর দিকে এসএসসি পাস করে আবদুল মোনেম যখন ঢাকায় আসেন, তখন তাঁর হাতে ছিলো অল্প কিছু টাকা। অংশীদারিত্বের ভিত্তিতে ঠিকাদার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ১৯৫৬ সালে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড গড়ে তোলেন। এই কোম্পানিকে তিনি বাংলাদেশের অবকাঠামো নির্মাণ শিল্পের সামনের কাতারে নিয়ে আসেন। তাঁর নিজের নামে গড়া এএমএল কন্সট্রাকশনস লিমিটেড হয়ে ওঠে দেশের অন্যতম শীর্ষ কন্সট্রাকশনস ফার্ম।

[media type="image" fid="137815" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]

আবদুল মোনেম গ্রুপের পথচলা শুরু হয় অবকাঠামো নির্মাণ কাজের মধ্য দিয়ে। পরবর্তীকালে তিনি খাদ্য, পানীয়, চিনি পরিশোধনাগার, জ্বালানি, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে ব্যবসায় সম্প্রসারিত করেন। একে একে গড়ে তোলেন ইগলু আইসক্রিম, ম্যাংগো পাল্প প্রোসেসিং, ইগলু ফুডস, ড্যানিস বাংলা ইমালসন, ইগলু ডেইরি প্রোডাক্টস, সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যালস, এএম আসফল্ট এ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিকস, এএম ব্র্যান অয়েল কোম্পানি, সিকিউরিটিজ ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং এএম বেভারেজ ইত্যাদি প্রতিষ্ঠান। 

বাংলাদেশের অবকাঠামো খাতে আবদুল মোনেম-এর অবদান বলে শেষ করা যাবে না। অনেক কষ্ট, পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে, ধাপে-ধাপে তিনি তাঁর প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলেন। কাজের সুযোগ হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

সড়ক, সেতু, ফ্লাইওভারসহ দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজে যুক্ত এএমএল কন্সট্রাকশন, মেট্রো রেল প্রকল্প এবং পদ্মা সেতু নির্মাণ প্রকল্পেও বিভিন্ন কাজে জড়িত রয়েছে মোনেম গ্রুপ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজেও রয়েছে এই প্রতিষ্ঠান।

আবদুল মোনেম ছিলেন ধর্মপ্রাণ একজন মানুষ। সততাকে সব সময় গুরুত্ব দিয়েছেন। একটা ফিল্ড সার্ভে করলে তিনি বুঝতে পারতেন এই প্রকল্পে কী কী প্রয়োজন। কীভাবে প্রকল্পটি সুন্দরভাবে শেষ করা যাবে। এটি তাঁর ইউনিক কোয়ালিটি ছিল।

আবদুল মোনেম-এর শেষ স্বপ্ন ছিলো প্রাইভেট ইকোনমিক জোন। ওই জোনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসবে। এক কোটি লোকের কাজের সুযোগ করে দেওয়ার ইচ্ছা ছিলো তাঁর।

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2