সিদ্ধার্থ-কিয়ারা'র ঠোঁটে ঠোঁট, প্রথম গানেই বাজিমাত (ভিডিও)
মুক্তির অপেক্ষায় করণ জোহর-এর নতুন সিনেমা শেরশাহ। সিনেমাটিতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটির প্রথম গান শুক্রবার (৩০ জুলাই) ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটিতে রয়েছে কিয়ারা-সিদ্ধার্থ'র ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বনের দৃশ্যও। ইতিমধ্যে ইউটিউবে বাজিমাত করেছে গানটি।
ইউটিউবে মুক্তি পাওয়ার পর রতন লাম্বিয়া শিরোনামের গানটি একদিনেই ভিউ দুই কোটি ছাড়িয়ে গেছে। আর কমেন্টসে প্রশংসায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। এই রিপোর্ট লেখা পর্যন্ত একটি ইউটিউব চ্যানেলেই কমেন্টস করেছেন প্রায় এক লাখ অনুসারী।
কিয়ারা ও সিদ্ধার্থ অভিনীত গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন নটিয়াল ও আসীস কৌর। আর গানের কথা লিখেছেন তানিষ্ক বাগচি।
জানা যায়, ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংগঠিত কারগিল যুদ্ধে নিহত ভারতীয় ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনী নিয়ে তৈরি করা হয়েছে 'শেরশাহ'।
জীবনদানের স্বীকৃতি স্বরূপ বিক্রমকে মরণোত্তর 'পরম বীর চক্র' পদকে ভূষিত করেছে ভারত সরকার।
সবকিছু ঠিকঠাক থাকলে ঠিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয়ে ১২ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
[embed]<iframe width="100%" height="450" src="https://www.youtube.com/embed/gvyUuxdRdR4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>[/embed]
বিভি/এইচকে/রিসি
মন্তব্য করুন: