• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৫ লাখে মিলবে বিগ বস!

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ জুন ২০২১

আপডেট: ০৯:৩৯, ২৮ জুন ২০২১

ফন্ট সাইজ
২৫ লাখে মিলবে বিগ বস!

'বিগ বস' ষাড়ের দাম ২৫ লাখ টাকা। কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। যশোরের মনিরামপুরে এবার কোরবানির ঈদকে সামনে রেখে ইসহাক আলী তার আদরের ষাড় বিগ বসের এই দাম হেঁকেছেন।

জেলার মনিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের ইসহাক নিজ সন্তানের মতো পরম আদর-যত্নে বড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড়কে। বিশাল আকৃতি নিয়ে জন্মানোয় আদর করে এর নাম দিয়েছেন বিগ বস।

জানা যায়, বিগ বসের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বা সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১ মণ বা ১ হাজার ২৪০ কেজি হবে বলে ইসহাক দাবি করেন। প্রতিদিন বিগ বসের খাদ্য তালিকায় ৪ কেজি ভুসি, ৪ কেজি খুদে ভাত, প্রায় ১ মণ সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি(খড়) থাকে।

ইসহাক বলেন, তীব্র গরমের সময় রাতে উঠে বিগ বসকে কখনো দুই বার এবং দিনে আরও দুই বার করে গোসল করানো হয়। গোয়াল ঘর থেকে একজন ষাড়টিকে বের করতে পারে না বলে প্রায়ই সময় সেখানেই ওর নাওয়া-খাওয়াসহ গোসল সবই হয়। কয়েক বছরের মধ্যে গতকাল শনিবারই গোয়াল ঘর থেকে বিগ বসকে বাইরে আনা হয়।

খবর পেয়ে ইসহাকের প্রতিবেশীরা বিগ বসকে দেখতে তার বাড়িতে ভিড় জমায়। 

ইসহাকের স্ত্রী সালমা বেগম বলেন, বছর পাঁচেক আগে প্রতিবেশীর কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করে। বাছুরটির আকৃতি বড় হওয়ায় ওই সময় এর নাম রাখা হয় বিগ বস। শুরু থেকেই স্বামী ইসহাকের সাথে তিনিও বিগ বসের লালন-পালনে সহযোগিতা করেন। আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন তারা।

তিনি আরও বলেন, ষাড়টির দাম চাচ্ছি ২৫ লাখ টাকা। তবে ক্রেতা দামাদামি করে নিতে পারবেন। গাভীর বাচ্চা নেওয়া থেকে এখন পর্যন্ত ওষুধ, চিকিৎসা সব কিছু দেখভাল করেন স্থানীয় পল্লী পশু চিকিৎসক ডা. আল-মাহমুদ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের কেউ এখন পর্যন্ত ষাড়টির ব্যাপারে কোনো খোঁজ নেয়নি বলেও জানান এই দম্পতি।

পল্লী চিকিৎসক ডা. আল মাহমুদ বলেন, জন্মানোর পর থেকে এটি বড় আকৃতির হওয়ায় তাদেরকে ষাড়টি লালন-পলন করার জন্য উৎসাহসহ সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।

সূত্র: ইউএনবি

বিভি/এসডি

মন্তব্য করুন: