• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আইভী’র মাথায় হাত রেখে যা বললেন তৈমূর

প্রকাশিত: ১৯:৩৯, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ১৯:৫৯, ১৭ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
আইভী’র মাথায় হাত রেখে যা বললেন তৈমূর

শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার-এর বাসায় সোমবার (১৭ জানুয়ারি) বিকালে মিষ্টি নিয়ে যান বিজয়ী ও নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এসময় তৈমূরকে মিষ্টি মুখ করান তিনি। তৈমূরও আইভীকে মিষ্টিমুখ করান এবং মাথায় হাত রেখে দোয়া করেন।

এসময় তৈমূর আলম খন্দকার বলেন, আইভী’র পিতা আলী আহাম্মদ চুনকা আমার রাজনৈতিক গুরু। এই পরিবারের সংগে আমার পারিবারিক সম্পর্ক। আইভী’র বাবা আমার মাকে মা বলে ডাকতেন। আমিও তাঁকে ভাই বলে ডাকতাম। নির্বাচনে যা কিছু হয়েছে তা আমি ভুলে গেছি। আগামীতে এক সংগে মিলেমিশে থাকবো।

এসময় আইভী’র মাথায় হাত রেখে তৈমুর বলেন, তাঁর পাশে সারাজীবন থাকবো। অদৃশ্য ছায়ার মতো থাকবো। তাঁর সংগে আমার অন্তরের সম্পর্ক। এখানে নির্বাচন কোনো বিষয় না। নির্বাচন শেষ হয়ে গেছে। কিন্তু সম্পর্ক আছে এবং থাকবে। 

মেয়র আইভীকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তৈমূর।

আরও পড়ুন:
মিষ্টি নিয়ে হাজির ভাতিজি, নিরাশ করলেন না চাচা তৈমূর

গতকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট।

এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতেও গিয়েছিলেন আইভী।

২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার মেয়র পদে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2