• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রলীগ নেতার লাইভ: কমিটি বাতিল 

প্রকাশিত: ০৭:৩৭, ১০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ছাত্রলীগ নেতার লাইভ: কমিটি বাতিল 

পরীক্ষার হলে লাইভের ঘটনায় শনিবার (৯ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।   

শুক্রবার (৮ এপ্রিল) ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা চলাকালীন ফেসবুক লাইভে যান কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।   

ফেসবুক লাইভে মনির হোসেনকে ‘আমরা না লিখে এ প্লাস পেতে চাই। ওই পাশে একটা খালা পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার খাতায় বায়োডাটা লিখে দিয়েছি। আর গ্রুপের জায়গায় লিখেছি, এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড-মোড ভেঙে ফেলবানে। বলতে শোনা যায়। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: