• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বিশ্বে খাদ্য সংকটের কারণ হবে ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ

প্রকাশিত: ১২:৪১, ১৯ মে ২০২২

আপডেট: ১২:৪৩, ১৯ মে ২০২২

ফন্ট সাইজ
বিশ্বে খাদ্য সংকটের কারণ হবে ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ

ইউক্রেন যুদ্ধ বিশ্বে খাদ্য সংকটের কারণ হবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস। বুধবার (১৮ মে) নিউইয়ের্কে এই কথা বলেন তিনি। গুতেরেস বলেন, যুদ্ধের কারনে ক্রমবর্ধামন খাদ্যের দাম বাড়ায় দরিদ্র দেশগুলো খাদ্যনিরাপত্তায় ভূগতে পারে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সময়ে বিশ্বব্যাপী গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ দাম বেড়েছে। সংকট কাটাতে জাতিসংঘ ১২ বিলিয়ন ডলার তহবিল ঘোষনা করেছে জাতিসংঘ। 

গুতেরেস বলেন, ইউক্রেনের খাদ্য এবং রাশিয়ার সার বিশ্ব বাজারে না আসা পর্যন্ত চলমান খাদ্য সংকট নিরসনের কোন বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধের কারনে অপুষ্টি, ক্ষুধা, দুর্ভিক্ষ মারাত্বক আকার ধারন করার সম্ভাবনা রয়েছে। এক্ষনি এই সমস্যার সমাধানে সামগ্রিকভাবে এগিয়ে না আসলে পরবর্তীতে এই সংকট নিয়ন্ত্রণ কঠিন হবে। 

তিনি বলেন, ইউক্রেনের বন্দর থেকে সান ফ্লাওয়ার তেল, ভূট্টা গমের মতো খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হওয়া বিশ্বব্যাপী খাদ্যের দামের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সংকট সমাধানে রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান গুতেরেস। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2