• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী; দিনভর নানান আয়োজন

প্রকাশিত: ১৩:২৩, ৩০ মে ২০২২

আপডেট: ১৩:২৮, ৩০ মে ২০২২

ফন্ট সাইজ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী; দিনভর নানান আয়োজন

সোমবার (৩০ মে) বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ।  

খাগড়াছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত খাগড়াছড়িতে নানা কর্মসূচীর মধ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনিতকরণ, কালো ব্যাজ ধারন শেষে জেলা শহরের স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার। 

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক  সম্পাদক  আব্দুর রব রাজা,আবু তালেব, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়–য়া, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া,প্রৌ বিএনপির সাধারন সম্পাদক আহসান উল্লাহ মিলন,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর,জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারন সম্পাদক জাহিদুল আলমসহ অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন। আওয়ামীলীগ গনতন্ত্রকে হত্যা কওে দেশে একদলীয় শাসন বাকশাল কয়েম করেছিল।দুর্নীতি লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গিয়েছিলো। জিয়াউর রহমান সেখান থেকে দেশকে উদ্ধার করে মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে গেছেন। খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা, গার্মেন্টস সহ শিল্প কলকারখানার বিকাশ, বিদেশে শ্রম  রপ্তানিসহ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন।

 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার পরোক্ষ ও প্রত্যেক্ষ সহযোগিতায় ও সার্বিক  দিকনির্দেশনায়  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুর সভাপতিত্বে  জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ  সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ সভাপতি আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ,  জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,  সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  এ্যাডঃ আওলাদ হোসেন, যুগ্ন আহবায়ক জিন্নাহ খান,জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব,  সাধারণ সম্পাদক নূরশাদ উল ইসলাম জ্যাকী  সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 

 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2