ডেঙ্গু বাড়ছে ঢাকায়

অতীতের যে কোনো সময়ের চেয়ে চলতি বছর ডেঙ্গু রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এ বিষয়ে আগে থেকেই বিশেষ প্রস্তুতি থাকা দরকার বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
রবিবার (১২ জুন) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ২৪ জনের ২৩ জনই ঢাকার।
আগের দিন অর্থাৎ শনিবার (১১ জুন) আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে ঢাকারই ১৯ জন রোগী। শুক্রবার (১০ জুন) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবাই ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫২৭ জন। তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বিষয়ে জন সচেতনতা তৈরি করা জরুরি। একইসঙ্গে ডেঙ্গু রোগের মূল শক্তি এডিস মশার লার্ভা ধ্বংসের উপর জোর দিতে হবে। এ লক্ষ্যে দুই করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরও ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেনতামূলক কার্যক্রম চালাচ্ছে। নিয়মিত টেলিভিশন ও পত্রিকায় সতর্কতামূলক বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও বলা হয়েছে, নতুন ২৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। তাদের মধ্যে ৮১ জনেই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: