• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ

প্রকাশিত: ২০:০৪, ৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭৫০ জন। এরপর লিখিত পরীক্ষা ও ভাইভায় উত্তীর্ণ হতে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ৩১ জুলাইয়ের দৈনিক পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফলাফল দেখে নিন এখানে ক্লিক করে

এ ছাড়া প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন আট হাজার ৫৫৮ জন শিক্ষার্থী।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ এসব প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। তাদের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2