• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ: নরেন্দ্র মোদি

প্রকাশিত: ১৪:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ: নরেন্দ্র মোদি

বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই মন্তব্য করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদির সঙ্গে করমর্দন করেন শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।
কর্মসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক শুরু হয় হায়দ্রাবাদ হাউসে।

শীর্ষ পর্যায়ের আলোচনা শেষে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

বিভি/এসআই

মন্তব্য করুন: