দিল্লিতে ব্যবসায়িক ফোরামের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

দিল্লিতে ভারত-বাংলাদেশ ব্যবসায়িক ফোরামের নেতাদের বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ সেপ্টেম্বর) ভারত সফরের তৃতীয় দিনে নয়াদিল্লির একটি হোটেলে এই বৈঠক হয়।
বুধবার সকালে বাংলাদেশ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের উত্তর-পূর্ব উন্নয়নমন্ত্রী কৃষাণ রেড্ডি। এরপর প্রধানমন্ত্রী ভারত-বাংলাদেশ ব্যবসায়িক ফোরামের নেতাদের বৈঠকে যোগ দেন। পরে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যদের জন্য মুজিব স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মৈত্রী পাওয়ার প্ল্যান্টের ইউনিট-১ যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে নতুন ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।
কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অধীনে ভারতীয় উন্নয়ন সহায়তা হিসেবে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারসহ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: