• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এটা ভারতের জন্যে লজ্জার ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭:৪১, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:৫৩, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
এটা ভারতের জন্যে লজ্জার ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মানুষ হত্যার ঘটনা আমাদের জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার ব্যাপার।

সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে একই দিনে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির নিহতের ঘটনায় সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

আরও পড়ুন: শাকিবের সঙ্গে বিচ্ছেদের খবর দ্রুতই দেবেন বুবলী

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা বর্ডারে একটা লাশও দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।এ টা খুবই দুঃখজনক। দুয়েকদিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। 

আব্দুল মোমেন বলেন, আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি; সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে…ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক। 

আরও পড়ুন: বাবুল আক্তারের মামলায় নতুন মোড়, লড়ছেন শিশির মনির

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2