• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আজ ২রা মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস

প্রকাশিত: ০৯:৫২, ২ মার্চ ২০১৭

আপডেট: ০৯:৫২, ২ মার্চ ২০১৭

ফন্ট সাইজ
আজ ২রা মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস

আজ ২রা মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ওড়ানো হয় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। সেই ঘটনার অন্যতম উদ্যোক্তা তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব। তার মতে, এতো বছরেও পূরণ হয়নি স্বাধীনতার স্বপ্ন। শেষ হয়নি মুক্তিসংগ্রাম। জাতীয় পতাকা। শুধু লাল সবুজের এক টুকরো কাপড় নয়, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে এক জমিনে ধারণ করা বাঙালির গর্ব। এই পতাকার অধিকার আদায়ের পেছনে রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার অদম্য ইচ্ছা থেকেই মুক্তিসংগ্রামে ঝাপিয়ে পড়ে মুক্তিপাগল মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় ১৯৭১ এর ২ মার্চ প্রথম ওড়ে লাল-সবুজ পতাকা। সেই দুঃসাহসী বিদ্রোহের সাক্ষী তখনকার ডাকসু নেতা আ স ম আবদুর রব। সেই স্মৃতিতে আজো আপ্লুত তিনি। রয়েছে ইতিহাস বিকৃতির আক্ষেপও। পতাকা উড়িয়ে সূচনা নতুন দেশের। এখন সব সংকীর্ণতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার পরামর্শ ইতিহাস বিশ্লেষকদেরও। সবাই চায়- সমুন্নত থাক জাতীয় পতাকা, সগর্বে এগিয়ে যাক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2