• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাসপোর্টের নতুন ডিজি নুরুল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২৬ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
পাসপোর্টের নতুন ডিজি নুরুল আনোয়ার

মেজর জেনারেল নূরুল আনোয়ার

সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল নূরুল আনোয়ারকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নূরুল আনোয়ার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

গত ৬ অক্টোবর সাবেক মহাপরিচালক আইয়ুব চৌধুরীকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পাসপোর্ট মহাপরিচালকের পদটি শূন্য ছিল। তবে দপ্তর প্রধানের অনুপস্থিতি অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়। নতুন মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর অবসান ঘটল।

এর আগে ২০২০ সালের ২৯ জুলাই মেজর জেনারেল আইয়ূব চৌধুরী পাসপোর্ট অধিদফতরের ডিজি পদে নিয়োগ পান।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2